ক্যামেল রেটিং (Camels Rating)/CAMEL Rating:
একটি দেশের মধ্যে বহুধরনের ব্যাংকের প্রচলন থাকে এই ব্যাংকসমূহ তাদের
গ্রাহকদের বিভিন্নধরনের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। সাধারণ ও সহজ ভাবে বুঝতে গেলে
ব্যাংক সমূহের এই সেবা কার্যক্রম ও তাদের আর্থিক ভিত্তি বিবেচনা করে বিদ্যমান
প্রতিটি ব্যাংককে একধরনের রেটিং এর আওতাতে রেটিং করা হয় মূলত আন্তর্জাতিক ভাবে
স্বীকৃত এই রেটিং পদ্ধতিকেই ক্যামেল রেটিং বলা হয়ে থাকে।
CAMELS
rating
Definition
Soundness
of a bank measured on a scale
of 1 (strongest) to 5 (weakest). Bank examiners
(trained and employed
by the country's
central bank)
award
these ratings
on the basis of the adequacy
and quality
of a bank's
Capital, Assets
(loans
and investments),
Management,
Earnings,
Liquidity,
and Sensitivity
(to systemic-risk).
Banks with a rating of 1 are considered most stable;
banks with a rating of 2 or 3 are considered average,
and those with rating of 4 or 5 are considered below average, and are closely
monitored to ensure their viability.
These
ratings are disclosed only to the bank's management and not to other banks or
the general
public. CAMELS rating
is an advanced version
of the older MACRO rating.
ক্যামেল রেটিং পদ্ধতিতে প্রতিটি ব্যাংকের রেটিং পাঁচটি বিষয়
বিবেচনার মাধ্যমে করা হয়ে থাকে এই বিষয় গুলো হলঃ
১। মূলধন (Capital),
২। সম্পদ (Assets),
৩। ব্যবস্থাপনা (Management),
৪। আয় (Earning),
৫। তারল্য (Liquidity)।
এই পাঁচটি ইংরেজি শব্দের প্রথম অক্ষর নিয়ে একত্রে উচ্চারণ করা
হয় CAMEL/ক্যামেল বা ক্যামেল রেটিং।
CAMELS
Rating System
Definition
Six factors used internationally to rate banking systems. The factors are rated on a scale of one to five, and any score higher than three is less-than-satisfactory, and are the source for the acronym CAMELS that stands for capital adequacy, quality of assets, quality of management, earnings, liquidity, and sensitivity to market risks.
বাংলাদেশ ও
ক্যামেল রেটিং এর ব্যাবহার
World
Bank/বিশ্বব্যাংকের
একটি দল দীর্ঘদিন বাংলাদেশের ব্যাংকব্যবস্থা ও ব্যাংকগুলোর মধ্যে সংস্কারমূলক
কাজের মাধ্যমে এবং আর্থিক খাত সংস্কার প্রকল্প (Financial Sector Reform Program সংক্ষেপে FSRP) গঠন করে। এটি বাংলাদেশের ব্যাংকিং
খাতে প্রথম পরিকল্পিত ব্যাংকিং সংস্কার প্রকল্প হিসেবে পরিচিত। এই প্রকল্পের
সুপারিশ সমূহ অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবায়নাধিন রয়েছে।
সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি F.S.R.P- এর নিয়ন্ত্রণে একটি মানসম্মত রেটিং
পদ্ধতির প্রবর্তন করা হয়। আন্তর্জাতিক ব্যাংকিং জগতে রেটিং প্রণয়নের উক্ত
পদ্ধতিকেই ক্যামেলরেটিং পদ্ধতি বলে।
ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকের অবস্থা
নিরূপণের মাধ্যমে রেটিং প্রদান করেথাকে। এই রেটিংএর ভিত্তিতে দেশের ব্যাংক সমূহের
আর্থিক অবস্থা মূল্যায়ন করা হয়। ক্যামেল রেটিং এর মাধ্যমে দেশের সমস্যা সঙ্কুলান
ব্যাংকগুলোকে আগাম সতর্কবার্তা প্রদান করা হয়ে থাকে। ফলে ব্যাংকসমূহ তাদের সমস্যা
সমূহ সমাধানের জরুরী ব্যবস্থা গ্রহণ করে থাকে। বর্তমানে ব্যাংকিং ব্যবস্থাতে এই
রেটিং পদ্ধতির ব্যাবহারের ফলে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকসমূহ পরিচালনাতে
ব্যাপক সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
CAMELS এর পূর্বে
রেটিং পদ্ধতির কোন মানসম্মত ব্যবস্থার প্রচলন ছিলনা।
CAMELS রেটিং পদ্ধতিকে CELS rating ও বলা হয়েথাকে।