Saturday, November 28, 2015

Harmonized System Code অথবা HS Code/ এইচ.এস.কোড কাকে বলে???




What is the Harmonized System (HS)?

The Harmonized Commodity Description and Coding System generally referred to as "Harmonized System" or simply "HS" is a multipurpose international product nomenclature developed by the World Customs Organization (WCO).

Harmonized System Code অথবা HS Code কাকে বলে???

The Harmonized Item Description and Coding System (HS) is an international standard maintained by the World Customs Organization (WCO) that classifies traded products. Items are identified by a 6-digit harmonized number that is recognized by countries that have adopted the harmonized system.

HS CODE- Harmonized System Codeহচ্ছে একটি সার্বজনীন কোড, যে কোড দ্বারা একটি রপ্তানি বা আমদানিকৃত পণ্য সম্পর্কে সংক্ষেপে বর্ণনাকারী (কোডিং বা নম্বরিং করার) একটি আন্তর্জাতিক পদ্ধতি যা বিশ্ব কাস্টমস সংস্থার World Customs Organization (WCO) মাধ্যমে তৈরি। এই কোডিং পদ্ধতি ১৯৮৮ সালে প্রচলিত হয় এবং আজ অব্ধি আন্তর্জাতিক বাণিজ্যে সার্বজনীন স্বীকৃত কোডিং পদ্ধতি হিসেবে বাণিজ্যিক পত্র অথবা Documentation এ ব্যাবহার হয়ে আসছে। আন্তর্জাতিক বাণিজ্যে একই গোত্রীয় বা প্রজাতির বিভিন্ন পণ্যকে একটি কোড বা ইউনিফর্মে নিয়ে আসাই এই কোডিং এর মূল লক্ষ্য।


Harmonized System Code (HS CODE) is a standardized multi-functional system to classify goods, universally applied by governments of all countries, international organizations and individuals in many other fields, such as customs tariffs, domestic tax, trade policy, price control, quota control, budgeting, and economic research and analysis.

অন্যভাবে বলতে গেলে HS CODE একটি সর্বজনীন সকল দেশ কতৃক স্বীকৃত কোডিং সিস্টেম যারমাধ্যমে বিভিন্ন দৃষ্টিতে একটি আন্তর্জাতিক পণ্যকে কাস্টমস শুল্ক,অভ্যন্তরীণ ট্যাক্স,অর্থনৈতিক গবেষণা ও বিশ্লেষণ,নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন দৃষ্টি ভঙ্গিতে পণ্যকে বর্ণনা করে থাকে।


করে থাকে।
There are ten digit numbers of a full code. To ensure harmonization, the contracting parties must employ at least 4-digit and 6-digit provisions, international rules and notes, but are free to adopt additional subcategories and   notes.





এই কোডে বাণিজ্যিক পণ্য সম্পর্কে বর্ণনা প্রদানের ক্ষেত্রে ছয় ডিজিটের একটি সমন্বিত নম্বর প্রদান করা হয় যার প্রথম ২ ডিজিট হচ্ছে WCO কতৃক তৈরিকৃত HS CODE এর চ্যাপ্টার বা অধ্যায়ের কোড, দ্বিতীয় ২ ডিজিট হচ্ছে WCO কতৃক তৈরিকৃত HS CODE এর Heading বা শিরোনামের কোড,তৃতীয় ২ ডিজিট হচ্ছে WCO কতৃক তৈরিকৃত HS CODE এর Sub Heading বা পণ্যর সর্বশেষ অবস্থার শিরোনাম।বাঁকি কোড সমূহ স্থানীয় ভাবে বিভিন্ন ক্ষেত্র বিশেষে ব্যাবহার হয়ে থাকে।

বিস্তারিত জানতে নিম্নক্ত লিঙ্ক ভিজিট করুনঃ

http://ronyhaider.blogspot.com/2015/11/hs-code-notes.html 

3 comments: